সিলেটে ৪ জুয়াড়ি আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় থানা এলাকায় নিয়োজিত রাত্রীকালীন সিয়েরা-৩১ ডিউটিরত এসআই(নিঃ)/আসলম আহমদ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন টিলাগাঁও সাকিনস্থ জনৈক আতর আলীর টিনশেড বসতঘরের ভিতর হতে ধৃত জুয়াড়ি ১। মাছুম আহমদ (৩৯), পিতা-আতর আলী, সাং-টিলাগাঁও, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ লোকমান (৪০), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-টিলাগাঁও, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। মোঃ মিজান আহমদ (৩৪), পিতা-মৃত আব্দুল মনাফ, সাং-বরারগাঁও, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-সাগরদিঘীরপাড়, ইষ্টার্ন প্লাজা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। আবুল কালাম (৪৮), পিতা-মৃত ওহাব উল্লাহ, সাং-তাজপুর, পোঃ কালিয়ারভাঙ্গা, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জদের কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে তল্লাশী করে ০১(এক) প্যাকেট আমেরিকান প্লেয়িং কার্ডস, যেখানে ৫২(বায়ান্ন) খানা তাস কার্ডসহ নগদ ৯১৯৪/-(নয় হাজার একশত চুরানব্বই) টাকা উদ্ধার পূর্বক মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। পরবর্তীতে বাদী জব্দকৃত উল্লেখিত আলামত ও জুয়াড়িদের কে হেফাজতে নিয়ে থানায় এসে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৬, তাং-১৪/০৯/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


বিজ্ঞাপন