৩২ হাজার বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া সরকার। স্থানীয় সময় শুক্রবার মানব সম্পদমন্ত্রী দাতুক সেরী এম সারভানান এক বিবৃতিতে এ কথা জানান।


বিজ্ঞাপন

সারভানান বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর দফতরে (অর্থনীতি) দাতুক সেরি মুস্তাপা মোহাম্মদ গত ১২ সেপ্টেম্বরে দেওয়া এক বিবৃতিতে তেল পামসহ বাগান খাতে জনবলের ঘাটতির কথা উল্লেখ করেন। এই সমস্যা দূরীকরণে মানব সম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেছে। রোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ের ক্ষতির ঝুঁকি তৈরি করেছে। যার পরিমাণ বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত, বিশেষ করে তেল পাম খাতে।

এক্ষেত্রে, কেএসএম স্থানীয় কর্মীদের দ্বারা শূন্যপদ পূরণ করতে উত্সাহিত করলেও কোনো সাড়া মিলেনি। তাই বিদেশি শ্রম দ্বারা শূন্যস্থান পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন মন্ত্রী।