নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা হাওলাদার মো. হানিফ মিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সচিব ও বিশিষ্ট ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মরহুমের পরিবারের সদস্যবর্গসহ মেহেদীগঞ্জের অনেকেই উপস্থিত ছিলেন।

👁️ 20 News Views
