চট্টগ্রামে ৬,৬৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র লোহাগাড়া থানার এসআই/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ৫ নভেম্বর সকাল ১০ টা ৫০ মিনিটে লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৪,০৫০ (চার হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ আসামী মো: আল আমিন সরদার(২২)’কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ একই তারিখ দুপুর সাড়ে ১১ টায় উল্লেখিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ২,৬০০ (দুই হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মংএচা তঞ্চঙ্গ্যা(২১)’কে গ্রেফতার করে।

এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

 

👁️ 5 News Views