নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ২৩ এপ্রিল রাত ৩ টা ২০ মিনিটের সময় আকবরশাহ থানাধীন লতিফপুর টোল রোড এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি সংঘটনের প্রস্তুতির উদ্দেশ্যে সমবেত হওয়াকালে সাহেদ হোসেন প্রকাশ টিটু, মোহাম্মদ জাহিদ হোসেন প্রকাশ শাকিল, শাহেদ আজগর প্রকাশ হীরা কে ১দেশীয় তৈরী এলজি, ২টি কার্তুজ, ১টি টিপ ছোরা ও ১টি চাইনিজ কুড়াল সহ গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।

👁️ 20 News Views
