নিজস্ব প্রতিনিধি ঃ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশে অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক বন্ধের কার্যক্রম শুরু ঈশ্বরগঞ্জ উপজেলায় মঙ্গলবার ৩১ মে, ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের একাংশ।
১টি প্রতিষ্ঠান সিলগালা(আগের ২টি বাদে), ২টির আংশিক সিলগালা(এক্সরে বিভাগ),২টি সেন্টার এর কর্মচারীরা পলাতক এবং কিছু মেয়াদোত্তীর্ণ উপাদান জব্দসহ ৬/৭টির নবায়নের ডেডলাইন প্রদান
অভিযানটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ নুরুল হুদা খান , ইউএচএফপিও, ঈশ্বরগঞ্জ উপজেলা,ময়মনসিংহ ।
পুরো কার্যক্রমে সাথে ছিলেন ডা, কাজি সাবিদ,ডা,শাহরিয়ার তাহমিদ ফয়সাল, ডা,জাহিদ এবং ডা,তাহমিনা জুই, স্যানিটারি ইনস্পেকটর বেদানা আখতার ও অফিস এসিসটেন্ট সেলিম । সার্বিক সহযোগীতায় আরও ছিলেন জেলা পুলিশ।

👁️ 9 News Views
