ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের ঝুলান্ত মরাদেহ উদ্ধার

Uncategorized আইন ও আদালত

যশোর প্রতিনিধি ঃ যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের ঝুলান্ত মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সার্ভেয়ার হলেন মিজানুর রহমান (৪৪)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে তার ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের বিপরীত পাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রাথমিকভাবে জানা যায়, মিজানুর মানসিক রোগে ভুগছিলেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের স্ত্রী জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর দুই মেয়ে তার বাবাকে ডাকতে পাশের কক্ষে যায়।

দরজা বন্ধ থাকায় বার বার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায়, তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত আজকের দেশ কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মিজানুর রহমান বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিতেন


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *