জাতীয় পাঠ্যপূস্তক দিবস ২০২৩ উপলক্ষে শতাব্দীর প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুলতলা রি- ইউনিয়ন স্কুলে এন্ড কলেজে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ১জানুয়ারী জাতীয় পাঠ্যপূস্তক দিবস ২০২৩ উপলক্ষে শতাব্দীর প্রচীন ও ঐতিহ্যবাহী ফুলতলা রি- ইউনিয়ন স্কুলে এন্ড কলেজে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব আয়োজন করা হয়। শিক্ষা বান্ধব এই সংস্করণ জনকল্যাণমুখী কর্মসূচি মধ্যে এটি একটি অন্যতমও বৃহত্তর কর্মসূচি। দেশের দরিদ্র জনসাধারণনের জন্য শিক্ষার আলো প্রজ্জ্বলনের জন্য এই কর্মকাণ্ডের জুড়ি নাই।
এর ধারাবাহিকতায় ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সয় অভিভাবক সমাবেশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পরিচলনা পরিষদের সভাপতি হাজী হসান ইমামুল হক। ফুলতলা রি- ইউনিয়ন এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শফিউল্লাহ হাজরা। সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ দেলোয়ার হোসেন, স্কুলের শিক্ষক সন্দীপন রায়,
স্কুলের সদস্য হেদায়েত হোসেন (লিঠু), এলিজল রহমান,
গোলাম কিবরিয়া চৌধুরী,
রিপন বৈরাগী, শেখ জাফর ইনাম, শ্যামলী দও, নিরজন প্রসাদ বিশ্বাস, খান এমরান,
সেলিনা খাতুন, পান্না বেগম প্রমুখ।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *