নিজস্ব প্রতিবেদক ঃ শীতের উষ্ণতা নিয়ে আলেম ও হাফেজদের পাশে দাড়িয়েছে কিংস লায়ন্স পরিবার।
এবার শীতের তীব্রতা জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে কিংস পরিবার (১২টি লায়ন্স ক্লাব) শীতের উপহার নিয়ে ঢাকার মিরপুরে আলেম ও কোরআনে হাফেজদের পাশে দাঁড়িয়েছেন।
গত সোমবার কিংস পরিবারের উদ্যোগে ১৫০ জন আলেম ও কোরআনে হাফেজদের শীতের উপহার সরূপ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।কিংস লায়ন্স পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করার জন্য সকল কে বলেন।
কিংস লায়ন্স পরিবার যেন আরও বেশি মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদে জন্য অবদান রাখতে পারে এটাই তাদের কামনা।

👁️ 18 News Views
