নড়াইলের বিছালী ইউনিয়নে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বশীর মোল্যা পুলিশের হাতে আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামে মাদক বেচাকেনার সময় বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী ও সঙ্গীয় ফোর্সসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায়,বিছালী গ্রামের আনোয়ার মোল্যা’র ছেলে মাদক ব্যবসায়ী মোঃবশীর মোল্যা। বিছালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ হাসমত আলী বলেন,বশীর মোল্যা দীর্ঘ দিন যাবৎ গোপনে মাদক বিক্রয় করে আসছিলো তারই ধারাবাহীকতায় গোপন সংবাদের ভিত্তিতে (৭এপ্রিল) শুত্রুবার দুপুরে মাদক কেনাবেচাকালে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় এ-সময় তার কাছে পাকেট ও পুটলা আক্রিতির একশো গ্রামের মতো গাঁজা উদ্ধার করে মাদক ব্যবসায়ীকে আটক করে আসামিকে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *