আখাউড়ায় বিএনপির প্রার্থীর পক্ষে হাজারীর নির্বাচনী গন সংযোগ ও ওঠান বৈঠক

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও মোগড়া গ্রামে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি- মোঃ নাসির উদ্দিন হাজারী বৃহস্পতিবার গন সংযোগ ও ওঠান বৈঠক করেন।


বিজ্ঞাপন

নাছির উদ্দিন হাজারী বলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান নির্বাচিত হলে কসবা আখাউড়ায় ব‍্যাপক উন্নয়ন হবে। তিনি সাবেক সচিব ছিলেন কিভাবে উন্নয়নের জন‍্য কাজ আনতে হয় তার ভালো করে জানা আছে।

আপনারা সবাই ধানের শীষের প্রার্থীকে ১২ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা যারা নেতাকর্মী আছেন আপনাদের দায়িত্ব ১২ তারিখ সকাল সকাল যার যার এলাকার ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব‍্যবস্থা করবেন।


বিজ্ঞাপন

৩নং মোগড়া ইউপির কৃষকদলের সাবেক সভাপতি মো আব্দুল হান্নানের বাড়ীতে উঠান বৈঠকটি জন সভায় রুপ নেয়। শত শত নেতা-কর্মীর উপস্থিতি প্রমান করে মুশফিকুর রহমানের বিকল্প কেউ নেই।


বিজ্ঞাপন

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন1আখাউড়া উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মোগড়া ইউপি কৃষক দলের সহ-সভাপতি ছায়েদ মিয়া, সহ-সভাপতি ইদল মিয়া, মো কাসেম ভুইয়া, রশিদ মিয়া, শিপন মিয়া, আব্দুর রউফ, আব্দুল সালাম, রাসু মিয়া মো নি মোহাম্মদ প্রমুখ।

👁️ 95 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *