ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২৩ উপলক্ষে শেফ ইউনিটি বাংলাদেশ আয়োজিত সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন হাসিনা আনছার

Uncategorized জাতীয় জীবন-যাপন ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২৩ উপলক্ষে শেফ ইউনিটি বাংলাদেশ আয়োজিত সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন হাসিনা আনছার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল শুক্রবার ২০ অক্টোবর, ছিল ইন্টারন্যাশনাল শেফস ডে, বিশিষ্ট  মিডিয়া ব্যক্তিত্ব, কুকিং এসেসর, নাহার কুকিং ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী ও “বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি” সম্পাদক হাসিনা আনছার সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন।

শেফ ইউনিটি বাংলাদেশ এর পক্ষ থেকে গ্রোয়িং গ্রেট শেফ এই স্লোগান নিয়ে গতকাল  গুলসান রিও লাউঞ্জে অনুষ্ঠিত হলো ইন্টার ন্যাশলাল শেফ ডে।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেফ ইউনিটি বাংলাদেশের উপদেষ্টা শেফ নুর এ আলম শিকদার।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফ ফরহাদ মাহমুদ একজিকিউটিভ শেফ ইউনাইটেড হসপিটাল,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেফ জুয়েল আহমেদ সভাপতি রয়েল বেঙ্গল মাস্টার শেফ এসোসিয়েশন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেফ আহসান হাবীব সভাপতি শেফ ইউনিটি বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশ সেরা ২৫ জনকে এওয়ার্ড প্রদান করা হয়।

👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *