ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত 

Uncategorized আন্তর্জাতিক খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে ফিলিস্তিনে আমেরিকার মদদে ইসরায়েল কতৃক গণহত্যার প্রতিবাদে “মুভমেন্ট ফর ফ্রী প্যালেসটাইন” এর ব্যানারে সারাদেশের মত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও আনু মোহাম্মদ “মুভমেন্ট ফর ফ্রী প্যালেসটাইন” এর মাধ্যমে সারাদেশ ব্যাপী এ প্রতিবাদী মানববন্ধনের ডাক দেন।


বিজ্ঞাপন

আজ ১জুন বিকাল ৫ টায় গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে এ প্রতিবাদী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন অংশ গ্রহণ করেন।এ মানববন্ধনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ  উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজমুল ইসলাম।

বক্তব্য রাখেন সাংবাদিক ও “মুভমেন্ট ফর ফ্রী প্যালেসটাইন” সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ সাইফুর রশিদ চৌধুরী, মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন এর সম্পাদক মন্ডলীর সদস্য আল্লামা ইকবাল কাজল।


বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্য শিশির ফাউন্ডেশনের সফিকুর রহমান চৌধুরী। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে আমেরিকার মদদে ইসরায়েল কতৃক  গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। এ অনুষ্ঠানে অংশ নেয় গোপালগঞ্জের উদীচী জেলা সংসদ,  খেলাঘর, প্রগতী লেখক সংঘ, সূর্যশিশির ফাউন্ডেশন, স্বপ্নের ফেরিওয়ালা।


বিজ্ঞাপন
👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *