নড়াইলে একই মঞ্চে সম্প্রীতি সভায় যুক্ত হলেন,ইমাম পুরোহিত পাদ্রীসহ রাজনীতিবিদ’রা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে,কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন-মসজিদের ইমাম, পুরোহিত ,খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদরা। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু=সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু,সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু,বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য,জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান ও সেক্রেটারি এসএম নাসির উদ্দিনসহ অনেকে।এছাড়াও ধর্মীয় গুরুদের মধ্যে বক্তব্য রাখেন-পুরোহিত মলয় কুমার ভট্টাচার্য ও চঞ্চল চক্রবর্তী, খ্রিস্টান পাদ্রী স্টিভেন পরিমল বিশ্বাস ও সমির বিশ্বাস, ইমাম মাওলানা তানবীরুল ইসলাম,মাওলানা হেদায়েত হোসাইন ও মাওলানা শামীম আহমাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু,ছাত্রদল নেতা তানভির রহমান তামিম,ছাত্রশিবির নেতা আল-শাহরিয়া আমিন, ঊষার আলো ফাউন্ডেশনের নেতা রাফায়েতুল হক তমাল,এবিএম সিয়াম,রিমন মোল্লা,আবু ঈসা,মনোয়ার হোসাইন আসিফ,লাবিব খান,হাসিব,নাহিদ হাসান মুন্না,রায়হানসহ অনেকে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন,একজন ধার্মিক মানুষ কখনও কোনো উপাসনালয়ে আঘাত করতে পারে না। কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই। এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে বলেও জানান,নেতা কর্মী’রা।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *