মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা – ২০২৫ অনুষ্ঠিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি  : বাগেরহাটের মোড়লগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ “। শনিবার (৩০ আগস্ট ) সকালে বারইখালি স্টিল ব্রিজ সংলগ্ন মোড়েলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ” মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার অন্তরায়”।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে – বিপক্ষে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। কেউ মোবাইল ফোনকে আধুনিক সহায়ক হিসেবে ব্যাখ্যা করলেও অধিকাংশর মতে এর অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সুশিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন একাডেমির প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম। এবং বাগেরহাট ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম সহ রাজনৈতিক সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিরা।


বিজ্ঞাপন

বিচারকের দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক ড• ফারহানা ইয়াসমিন । ঢাকা ব্রাইট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম মহিদুল ইসলাম। প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন বিশিষ্ট বিতর্কিক জনাব মোঃ মেজবাহ উদ্দিন।


বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান বক্তা জনাব মোশারফ হোসেন। সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা লাবণ্য রয় ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন এ – ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী মনোভাব আত্মবিশ্বাস সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা তৈরিতেও প্রতিযোগিতাটি সময়োপযোগী ভূমিকা রাখবে।

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *