
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে গতকাল শনিবার ২৬ অক্টোবর, সকাল ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান এবং অবসর ও বদলি জনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল নিজ হাতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা : পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন—সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার কবির আহাম্মদ, সহকারী পুলিশ সুপার মোঃ তাহ্ইয়াতুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মফজল আহমদ খান।

বিদায়ী কর্মকর্তারা : অবসর ও বদলি জনিত বিদায়ী কর্মকর্তারা হলেন— অতিরিক্ত ডিআইজি মোঃ সারোয়ার জাহান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম (সেবা), পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন, বিপিএম, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার এম এম মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সত্যজিৎ বড়ুয়া এবং পুলিশ পরিদর্শক (নিঃ) ফকির আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল বলেন, “পদোন্নতি পাওয়াটা যেমন আনন্দের, তেমনি স্বাভাবিকভাবে অবসরে যাওয়া একটি সৌভাগ্যের বিষয়। যারা পদোন্নতি পেয়েছেন, তারা নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। আবার যারা বিদায় নিচ্ছেন, তারাও সম্মানের সঙ্গে ভালো কাজ করেই বিদায় নিচ্ছেন। সকলের মঙ্গল কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (পশ্চিমাঞ্চল) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ঢাকা বিভাগ) মোঃ ওয়ালিদ হোসেনসহ পিবিআইয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
ডিআইজি (পশ্চিমাঞ্চল) মোঃ সুজায়েত ইসলাম তার বক্তব্যে পদোন্নতি প্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে অতীতের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অন্যদিকে ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
শেষে সংবর্ধনা অনুষ্ঠানটি স্মৃতিমধুর পরিবেশে শেষ হয়, যেখানে পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
