গোপালগঞ্জের মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আয়োজিত সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, একটি আধুনিক মুকসুদপুর বিনির্মানে সকলকে একযোগে কাজ করতে হবে।এছাড়া, মুকসুদপুরের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা চান।


বিজ্ঞাপন

আসন্ন নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তাবায়নে কাজ করার আহবান জানান। নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির, এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *