
নিজস্ব প্রতিবেদক : আনিস আলমগীরকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ইউনিটি। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির নির্বাহী সভাপতি একরামুল হক গাজী ও মহাসচিব রেজাউল করিম রাজি এক বিবৃতিতে বলেন, ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শপথ নেয়া এ সরকার সাংবাদিক সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।
যে কর্মকা-ের সাথে অতিতের ফ্যাসিস্ট মনোভাবের নব্যপ্রকাশ বলেই আমরা মনে করি। সেই সাথে বলতে চাই সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নতুন করে সাংবাদিক ও সংবাদমাধ্যমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সরকার সংশ্লিষ্টরা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাস অনুপোযোগি মানচিত্র বানাতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আনিস আলমগীরসহ সকল সংবাদযোদ্ধার মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।
এর ব্যততয় ঘটলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসবো। একই সাথে ৩ শত ১১ জন সাংবাদিক গত ১৫ মাসে চাকুরিচ্যুত হয়েছে, তাদেরকে চাকুরিতে পূর্ণবহালের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।
👁️ 18 News Views
