পুলিশ হেফাজতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দৈনিক যশোরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও জাতীয় দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার যশোর কোর্ট রিপোর্টার ইদ্রিস আলমকে পুলিশ হেফাজতে হাতে হাতকড়া ও টাউট লেখা প্লে-কার্ড গলায় ঝুলিয়ে ছবি তুলে গণমাধ্যমে প্রকাশ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভয়নগর রিপোটার্স ইউনিট ক্লাব ও সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর শাখার সাংবাদিক নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

একটি কুচক্রী মহলের ইন্ধনে গত ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় কোন প্রকার গ্রেফতারি পরোয়ানা ও অভিযোগ ছাড়াই ইদ্রিস আলমকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর সে অপরাধী সাব্যস্ত হওয়ার আগে হাতে হাতকড়া ও গলায় টাউট লেখা প্লে-কার্ড ঝুলিয়ে ছবি তুলে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মানবাধিকার লংঘন হয়েছে বলে অভিমত প্রকাশ করেন নেতৃবৃন্দ।