চুয়াডাঙ্গায় ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক ২৯,০৬,৩৭০/- (ঊনত্রিশ লক্ষ ছয় হাজার তিনশত সত্তর) টাকা মূল্যের ২২ কেজি ৬০০ গ্রাম (১৯৩৭.৫৮ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা আটক করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল গাফফার এর নেতৃত্বে নায়েক সিগঃ মোঃ জাহাঙ্গীর আলম, সিপাহী মোঃ নাজমুল হক এবং সিপাহী মোঃ আবু আহম্মেদ সমন্বয়ে একটি চৌকস টহলদল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লাহ ইউনিয়ন এর মুন্সিপুর নামক স্থানে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে টহলদল মুন্সিপুর নামক স্থান হতে ২২ কেজি ৬০০ গ্রাম (১৯৩৭.৫৮ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য- ২৯,০৬,৩৭০/- (ঊনত্রিশ লক্ষ ছয় হাজার তিনশত সত্তর) টাকা।

আটককৃত মালিকবিহীন রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।