বিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ১১ কেজি গাঁজা সহ ২ জন আটক

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৬ মে, ১২টা ৫০ মিনিটের সময় কোতয়ালী মেডেল থানা বিএমপির পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রি এর নেতৃত্বে এসআই মেহেদি হাসান সহ একটি চৌকস টিম বিসিবি ২০ নং ওয়ার্ড এর বৌদ্ধ পাড়া সোমালয় ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা কালে ১১ কেজি গাঁজা সহ সোহেল জোমাদ্দার (৩৬), পিতা আব্দুল বারেক জোমাদ্দার ও মোঃ সাইদুল শরীফ (৩০), পিতা আবুয়াল শরীফ, সাং সাতানা, থানা দুমকি,জেলা পটুয়াখালীদ্বয়কে আটক করা হয়।

গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের এর ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 18 News Views