নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১২ সেপ্টেম্বর, দুপুর ২ টার সময় সিআইডি ভবনের ১৩ তলায় কনফারেন্স রুমে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম, অ্যাডিশনাল আইজিপি’র সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিআইডি’র সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অ্যাডিশনাল আইজিপি মহোদয় সংশ্লিষ্ট ইউনিটকে তাৎক্ষনিকভাবে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
মাদক এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নিজ নিজ এলাকা সম্পর্কে বিস্তারিত ইন্টেলিজেন্স সংগ্রহ, কর্মস্থলে অবস্থান করে পেশাদারিত্বের সাথে দায়িত্বপালন করা সহ বিভিন্ন ধরনের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ সকলের সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

👁️ 20 News Views
