বিশ্ব শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকগণের প্রতি নিবেদন করি গভীর শ্রদ্ধা ‌

Uncategorized জাতীয়


মোঃ নাসির উদ্দিন শিকদার ঃ ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো নির্ধারিত একটি প্রতিপাদ্যে আনুষ্ঠানিক ভাবে দেশে দেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষক সংগঠন এবং শিক্ষা সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকে।

তবে সব দেশে একই দিনে তা পালিত হয় না। বাংলাদেশ, বাহরাইন, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, জার্মানি, মিয়ানমার, পাকিস্তান, পর্তুগাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ৫ অক্টোবর দিনটি পালিত হয়।

অবশ্য বাংলাদেশে গতকাল বুধবার দুর্গাপূজার কারণে উদযাপন কর্মসূচি অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে এ কমিটির ব্যানারে বিভিন্ন শিক্ষক সংগঠন, ইউনেস্কো, ইউনিসেফ, আইএলওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা নিয়ে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে দিবসটি পালন করে আসছে। ভারতে দিনটি পালিত হয় এক মাস আগে, রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন গেলো গতকাল বুধবার ৫ সেপ্টেম্বরে।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *