বুলবুলের ভয়াবহ তান্ডব তছনছ স্বরূপকাঠি

এইমাত্র জীবন-যাপন বরিশাল সারাদেশ

 
শাহ কামাল সবুজ : নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে বুলবুল কতো ভয়াবহ তা-ব চালিয়েছে দেশের দক্ষিনাঞ্চলের প্রতিটা অঞ্চলে। এক কথায় সাতক্ষীরা, পিরোজপুর, বাগের হাট, খুলনা, পটুয়াখালী, বরগুনাসহ আরো কিছু অঞ্চলের জনজীবন এখন বিপর্যস্ত ভেংগে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। সড়কে, মহাসড়কে বড় বড় গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে সবরকম যোগাযোগ ব্যবস্থা। গত ১০ নভেম্বর তিন ঘণ্টার স্থায়ী ঝড় তা-বে ভেংগে পড়েছে মোবাইল টাওয়ার। রাত হলেই নামছে যেনো মৃত্যুপুরীর আধাঁর। বিদ্যুৎ নেই। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বাজার, মিল কলখারনাসহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে হয়তো ১৫ দিবসের মধ্যে বিদ্যুৎ সাপ্লাই দেয়া যেতে পারে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সাপ্লাই দিতে মাসাধিককালের ও বেশি সময় লাগবে। নেটওয়ার্ক নেই। তছনছ বাড়ীঘর। অসহায় মানুষের মানবেতর জীবন যাপন দেখলে বুকটা হাহাকার করে ওঠে। এমন কোনো বাড়িঘর নেই যেখানে বুলবুলের ধ্বংসজজ্ঞ না আছে। গাছপালা শূণ্য হয়ে গেছে বুলবুল কবলিত অঞ্চল গুলো। সরকারি, বেসরকারী ভাবে আপাতত কোনো সাহায্য নেই। সবার উচিৎ মানবিক এ বিপর্যয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *