নিজস্ব প্রতিনিধি ঃ “ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” এই শ্লোগানে সোমবার ১৫ই মে, সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক আইন, সাইন ও সিগন্যাল সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) শারমিন আকতার চুমকি, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ শিক্ষার্থীবৃন্দ।

👁️ 10 News Views
