গো-খাদ্যের আড়ালে ট্রাকের মধ্যে ইয়াবা পাচারকালে ৪০০০ পিস ইয়াবা সহ ৩ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা রাজধানী

গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী চক্রের ৩ সদস্য।নিজস্ব  প্রতিবেদক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র ঢাকা মেট্রো: (দক্ষিণ)  কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক পরিচালিত মাদক বিরোধী বিশেষ অভিযানে  গো-খাদ্যের আড়ালে ট্রাকে করে ইয়াবা পাচার কালে ৪০০০  পিস ইয়াবা, ট্রাক ড্রাইভার, হেল্পার  ও সহযোগীসহ ৩ জন  গ্রেফতার হয়েছে, এ খবর  সংশ্লিষ্ট  সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো: (দক্ষিণ) এর উপ-পরিচালক  মোঃ মাসুদ হোসেন এর তত্ত্বাবধানে মতিঝিল সার্কেলের পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গত মঙ্গলবার  ২৭ জুন  সন্ধ্যা থেকে গতকাল বুধবার ২৮ জুন  মধ্যরাত অবধি যাত্রাবাড়ী জনপথের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গো-খাদ্যের ট্রাকে পাচারকালে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ ৩ (তিন) জনকে আটক করে।

গো-খাদ্যের আড়ালে ইয়াবার চালান পাচারের ট্রাক।

গ্রেফতারকৃত আসামীদের তথ্য : ১ নং আসামীর নাম মোঃ বাদল হোসেন (৩৪), ২ নং আসামীর নাম মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) এবং ৩ নং আসামীর নাম মোঃ পারভেজ (২০)।


বিজ্ঞাপন

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তারা গো-খাদ্যের আড়ালে চট্টগ্রাম হতে ঢাকার মোহাম্মদপুরে ইয়াবা পাচার করার উদ্দেশ্যে আসছিল।


বিজ্ঞাপন
👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *