নড়াইলে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Uncategorized অন্যান্য আন্তর্জাতিক খুলনা জাতীয় জীবন-যাপন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজার পক্ষে,জেলা প্রশাসন,জেলা পুলিশ,জেলা পরিষদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা আওয়ামী-লীগ,মহিলা আওয়ামী-লীগ,সদর উপজেলা, গণপূর্ত বিভাগ,সড়ক বিভাগ,এলজিইডি,জেলা শিক্ষা অফিস,জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা কারাগারসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী-লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু ও চাঁর নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় জেলা জজকোর্টের পাশে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুভাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,স্থানীয় সরকার বিভাগ,নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ,এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,জেলা মহিলা আওয়মী-লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড: আলমগীর সিদ্দিকী,বীরমুক্তিযোদ্ধা গোলাম কবির,বীরমুক্তিযোদ্ধা এস এম বাকী,বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান,সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন,আবৃতি,দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *