
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আজ শনিবার ৩১ জানুয়ারি, সকালে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে উওর সমুরায় আনজুমান- এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট পরিচালিত গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ খানা এতিমখানার ১০তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (সা:) এবং ছাএ- ছাএীদের হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকালে দ্বিতীয় অধিবেশনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী, সমাজ সেবক আলহাজ্ব ইন্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আলম মল্ল, উদ্বোধক ছিলেন, ব্যাবসায়ী ও সমাজ সেবক শফিউল আলম বাদশা, প্রধান বক্তা ছিলেন এডভোকেট সেলিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইন্জিনিয়ার আশরাফুল আলম মল্ল, আবদুল আলম মেম্বার, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক নেজাম উদ্দিন, আশরাফুল আলম, নাছির উদ্দীন সওদাগর, হুমায়ুন কবির মাসুদ, বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক হাবিব উল্লা মাষ্টার, প্রধান অতিথি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারী আনজুমান -এ রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের কমর উদ্দীন, প্রধান বক্তা ছিলেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট মেম্বার সাবেক পেয়ার মুহাম্মদ কমিশনার, গাউসিয়া কমিটির দক্ষিণ জেলার সদস্য সচিব শেখ মুহাম্মদ ছালাউদ্দীন, মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, হাজী নজরুল ইসলাম, আবু জাফর ছাদেক কাদেরী, শাহ্ ইসলাম, প্রধান ওয়ায়েজিন মাওলানা মুহাম্মদ আবদুর রহিম আলকাদেরী, আলহাজ্ব মুফতি মুহাম্মদ মঈনুদ্দিন খান মামুন, আলোচক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ শহিদুল আলম শাহেদ, হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম এলাহাম কুতুবী, মাওলানা মোহাম্মদ নেছারুল হক কাদেরী, বক্তব্য রাখেন গাউসিয়া তাহেরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ তালুকদার, মোশারফ হোসেন, কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক জাফর আহমদ, আকবর কবির, জয়নাল আলম প্রমুখ।
অনুষ্ঠিত বক্তারা বলেন, নীতি, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা মাদ্রাসা, হেফাজখানা এতিমখানার শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার জন্য সরকার ও এলাকাবাসী এগিয়ে আসার আহবান জানান।

