নিজস্ব প্রতিবেদক ঃ মানুষ মানুষের জন্যে এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিলেট ও সুনামগঞ্জের মানুষের এই দুঃসময়ে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি, বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, পিবিআই ঢাকা মেট্রো (দক্ষিণ) এর সার্বিক সহযোগিতায় পিবিআই ঢাকা মেট্রো (দক্ষিণ) সুনামগঞ্জের বন্যাকবলিতদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
গত ২৪ জুন বৃহস্পতিবার পিবিআই ঢাকা মেট্রো (দক্ষিণ) সুনামগঞ্জের বন্যাকবলিত ৪৬০ টি পরিবারের সদস্যদের সহায়তা প্রদানের লক্ষ্যে চিড়া , মুড়ি, গুড়, মোমবাতি, খাবার স্যালাইন, নাপা, সহ দিয়াশলাই এর সমন্বয়ে ৪৬০টি প্যাকেট প্রস্তুত করে।
উক্ত ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণের জন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর হস্তান্তর করেন।

👁️ 14 News Views
