শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত- গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জীবন-যাপন বিবিধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার  ১৮ এপ্রিল,মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্ব মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন।


বিজ্ঞাপন

পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সহস্র মাসের চেয়েও উত্তম পূণ্যময় রজনী শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ্ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মার কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক। প্রতি বছর বরকতময় এই রাত আমাদের ছ্ট্টো জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।মহান আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।

 

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *