কক্সবাজারে চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের মৃত্যু 

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার) :: কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় ডাকাতদের ছুরির আঘাতে  লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) মৃত্যু বরণ করেছেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স’ ন্ত্রা’ সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর।


বিজ্ঞাপন
👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *