
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সুনামগঞ্জের তাহিরপুরে আ,লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার বালিজুড়ী গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার করে।
আতাউর উপজেলার বালিজুড়ী গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি ছিলেন তিনি।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া)জাকির হোসাইন সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে তাহিরপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, তাহিরপুর থানায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
👁️ 5 News Views
