
স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম) : সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হোসেনকে।

নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদক জয়ী দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে ব্যারিস্টার মনোয়ার হোসেনের পক্ষে তাঁর ছোট ভাই মতিউল ইসলাম বাবুল এই সম্মাননা স্মারকটি গ্রহণ করেন।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন বর্ণাঢ্য এই ‘উৎসবে সংস্কৃতি, সাহিত্য, মানবতা ও সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ হোসেনসহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজাদীর সম্পাদক এম এ মালেক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এতে প্রধান অতিথি থাকার কথা ছিল কিন্তু তাঁর অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ততার কারণে থাকতে পারেননি।
এ সময় উৎসব কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, দৈনিক আদাদীর চিফ রিপোর্টার হাসান আকবব, সংগঠনের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উদযাপন কমিটির মহাসচিব ইফাজ খান, নান্দনিক চট্টলার সভাপতি ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস কবির, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।
