কর্ণফুলীতে অবৈধ নকল সাবান কারখানায় বিপুল সাবান জব্দ:র‍্যাব-৭

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম)  : চট্টগ্রামে কর্ণফুলীতে অবৈধ নকল সাবান কারখানায় র‌্যাব-৭ এর মোবাইল কোর্টে সক্রিয় অভিযানে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করেছে।


বিজ্ঞাপন

মহানগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনকারী একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

অদ্য ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব-৭ এ অভিযান চালায়।ত


বিজ্ঞাপন

র‍্যাব তথ্য মতে, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য দিনে  র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে মজ্জারটেক শিকলবাহা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।


বিজ্ঞাপন

অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নকল সাবান উৎপাদনকারী কারখানাটি সিলগালা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান। অভিযানে বিএসটিআই-এর পরিদর্শক আব্দুর রহিমসহ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল অংশগ্রহণ করে।

র‌্যাব সূত্রে জানানো হয়, ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব সদর দপ্তরের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বিশেষ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উদ্ধারকৃত অবৈধ নকল সাবান ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *