
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স হতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে; অন্যদিকে, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত, অপ্রকৃতিস্থ, বা নির্দিষ্ট ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিরা প্রার্থী হতে অযোগ্য বলে বিবেচিত হবেন, যা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত হয়।

যোগ্যতা (Qualifications)
নাগরিকত্ব ও বয়স: বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থী হওয়ার জন্য ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে।

ভোটার তালিকা: তাকে অবশ্যই কোনো একটি সংসদীয় আসনের ভোটার তালিকায় নিবন্ধিত হতে হবে।

অন্যান্য: সংবিধান ও প্রাসঙ্গিক আইন অনুযায়ী প্রার্থী হওয়ার জন্য অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে।
অযোগ্যতা (Disqualifications)
আর্থিক দেউলিয়াত্ব : কোনো আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে এবং সেই দেউলিয়াত্ব থেকে অব্যাহতি না পেলে প্রার্থী হওয়া যাবে না।
অপরাধমূলক কার্যকলাপ: নৈতিক স্খলনজনিত অপরাধ বা অন্য কোনো গুরুতর অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলে।
মানসিক সুস্থতা: আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হলে।
সরকারি চাকরি: প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে (কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ইত্যাদি)।
বিদেশি নাগরিকত্ব : অন্য কোনো দেশের নাগরিক হলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করলে।
অন্যান্য আইন: 《গণপ্রতিনিধিত্ব আদেশ_>> (সংশোধন) আইন, ২০০৯《 (২০০৯ সনের ১৩ নং আইন) সহ অন্যান্য আইন অনুযায়ী অযোগ্য বিবেচিত হলে।
এই যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো বাংলাদেশ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং 《গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) আইন, ২০০৯《 অনুযায়ী নির্ধারিত হয়, যা 《নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হয়।
