
ব্যুরো অফিস (খুলনা) : বাগেরহাটের মোংলায় ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের পেছন থেকে ধাক্কা, সাংবাদিক অতনু চৌধুরী রাজু’র ডান হাত ভেঙে গুরুতর আহত।

আহত সাংবাদিক অতনু চৌধুরী (রাজু) দৈনিক ইনফো বাংলা পত্রিকা খুলনা ব্যুরো চীফ, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশন, দৈনিক মুক্তির লড়াই, খুলনার খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ কাজ করে আসছেন’সহ তিনি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের বাগেরহাট জেলা শাখা কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
গত সোমবার (৫’জানুয়ারী) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে পায়ে হেঁটে নিজ বাসায় আসার পথিমধ্যে ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের ধাক্কায় পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ও তার ডান হাত টা ভেঙে যায়।

ভুক্তভোগী সাংবাদিক ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার ৫ জানুয়ারী সন্ধ্যার সময় টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে হেঁটে নিজ বাসায় আসতে ছিলেন তিনি, আসার পথিমধ্যে ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের অগ্যাত নামা ইপিজেড গামী ইজিবাইক পেছন থেকে এসে ধাক্কা দেয় এতে পড়ে গিয়ে তার ডান হাত টা ভেঙে যায়।

এ সময় আশেপাশের পথচারীরা এসে তাকে রাস্তা থেকে উদ্ধার করে নিজ বাসায় পৌঁছে দেয় ও সাংবাদিক অতনু চৌধুরী রাজু’কে এক্স-রে’সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করার পরামর্শ দেন।
মনির ডায়াগণস্টিক সেন্টারের চিকিৎসক ডঃ জামীল হোসাইন বলেন, সাংবাদিক অতনু চৌধুরী রাজু’র ডান হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন, যার কারণে হাতের কেন্নো আঙুলের ওখানে গুরুতর আঘাত পেয়েছেন। যার কারণে ডান হাতে আঙুলের ওখানের হাড় টা ভেঙে গেছে।
