গোপালগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার শীর্ষস্থানীয় আলেম ও ইমামদের উপস্থিতিতে এই সম্মেলন সম্পন্ন হয়।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ উজ জামান। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান।

জেলা কালচারাল অফিসার সিফাত কবির ফারহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আশরাফুল ইসলাম।


বিজ্ঞাপন

এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উদ-দুল হক।


বিজ্ঞাপন

​সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর জোর দেন। উপস্থিত ইমামগণ দেশের সমৃদ্ধি ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *