
নিজস্ব প্রতিনিধি (বরিশাল) : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের মানুষের প্রতি অন্ধভক্তি না রেখে একমাত্র মহান আল্লাহর প্রতি নির্ভরশীল ও অনুগত হওয়া উচিত। কেননা মানুষ ভুল বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ও সত্য।

মানুষ স্বার্থপর বা মুনাফিক তথা দ্বিমুখী আচরণকারী হতে পারে, যারা একদিকে মুখে প্রশংসা করে কিন্তু অন্তরে ভিন্ন কিছু রাখে, তাই আমাদের ব্যক্তি মুখী হওয়া যাবে না। পক্ষান্তরে আল্লাহ একমাত্র ভরসার স্থান, যিনি বিপদে-আপদে আমাদের সর্বাবস্থায় সাহায্য করেন এবং তিনিই চিরস্থায়ী কল্যাণকারী তাই আমাদের আল্লাহমুখী হতে হবে।
২৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত বালিঘোনা খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্স ময়দানে ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলাচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।
