গোপালগঞ্জ জেলা কারাগারে কর্মচারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাপ্তাহিক ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব  প্রতিনিধি  (গোপালগঞ্জ)  : কর্মচারীদের শারীরিক সক্ষমতা বজায় রাখা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে প্রতি সপ্তাহে নিয়মিত ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কারা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে ফুটবল খেলা, পুরস্কার বিতরণ এবং বিশেষ খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মোঃ নাসির উদ্দীনসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ফুটবল খেলায় কারা কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলাটি উপভোগ্য ও প্রতিযোগিতামূলক হওয়ায় উপস্থিত সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্যে জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, নিয়মিত খেলাধুলা কর্মচারীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে আরও মনোযোগী ও কর্মঠ করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি কারা কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *