ঘূর্ণিঝর আম্পান
মাে. মুছা খান, স্বরূপকাঠী : কয়েকদিন ধরে আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝর আম্পান এর পূর্ভাবাস দিয়ে যাচ্ছে যে, বুধবার সারাদিন ঘূর্ণিঝর আম্পান আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোয়। তাই স্বরূপকাঠী উপজেলা প্রশাসন সমস্ত উপজেলায় নিয়েছে পূর্বপ্রস্তুতি। মাইকিং করে সাধারণ জনসাধারণকে সাবধনতার সাথে সাথে সাইক্লোন সেল্টারে অবস্থান করার কথা বলছে। সেখানে পরিদর্শন করতে দেখা যায় উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়কে। এবং তিনি জনগনকে করোনা মহামারির ভয়াবহতা থেকে বাচাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাইক্লোন সেল্টারে সাধরাণ মানুষকে অবস্থান করার নির্দেশে দিয়েছেন। ঘূর্ণিঝর আম্পান এর কারণে পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে এলাকার বিভিন্ন স্থানে নার্সারী এবং মাছের ঘের সমূহ পানিতে তলিয়ে গেছে।

👁️ 6 News Views
