বগুড়ায় বিশেষ অভিযানে মাদকসম্রাজ্ঞী রেহেনা গ্রেফতার

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী’র তত্ত্বাবধানে টিম ডিবি, বগুড়া’র অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি বগুড়ার একটি টিম ইং-১৩/১১/২০২০ তারিখ রাত্রি ২২.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সরকারী আযিযুল হক কলেজ নতুন ভবনের প্রধান গেটের সামনে হইতে ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ জিহাদ হাসান(১৯), পিতা-মোঃ তফছের আলী, সাং-গোকুল পশ্চিম পাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। বগুড়া ডিবির অপর একটি টিম একই তারিখ রাত্রি ১৯.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন দেবডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকা হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ মিলন মিয়া(২৫), পিতা- মোঃ হাসান শেখ, সাং-মূলবাড়ির চর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফকার করে। ডিবি বগুড়ার একটি চৌকস টিম একই তারিখ সন্ধ্যা ১৮.৪০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নামাজগড় মৌজাস্থ ভাষা সৈনিক গাজীউল হক রোডে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ পাড়াস্থ মালেক ডিজিটাল ষ্টুডিওর সামনে হইতে ১০২(একশত দুই) পিচ ইয়াবাসহ ১০ মাদক মামলার পলাতক আসামী মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছাঃ রেহেনা বেগম@হেনা (৫২) স্বামী মৃতঃ নিজাম কোরাইশী, সাং-নামাজগড় (সূলতানগঞ্জ পাড়া), থানা বগুড়া সদর জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।


বিজ্ঞাপন
👁️ 21 News Views