দাঙ্গাসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ভৈরব থানার চাঞ্চল্যকর দাঙ্গাসহ খুন (শেখ পাভেল হত্যা মামলা) এর আসামী গ্রেফতার। ভৈরব (কিশোরগঞ্জ) থানার মামলা নং-৩১, তারিখ- ১৯/০৪/২০২১ খ্রিঃ, ধারা:১৪৩/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ১০নং আসামী মোঃ ইয়াহিয়া মিয়া (৬২), পিতা- মৃত হাজী চাঁন মিয়া, মাতা- মৃত ফুল বানু বেগম সাং- লুন্দিয়া (পাগল পাড়া), থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ কে,, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৫/২০২১ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকা সময় ভৈরব থানাধীন আগানগর ইউপিভুক্ত কামারকান্দা এলাকা হতে যথাযথ স্বাস্থ্য বিধি পালন পূর্বক কিশোরগঞ্জ সিআইডি টিমের অফিসার এবং ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীকে অত্র মামলার ঘটনার বিষয়ে সিআইডি অফিস, কিশোরগঞ্জে জিজ্ঞাসাবাদ শেষে অাজই বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী ইয়াহিয়া মিয়া@ ইয়াহিয়া মেম্বারকে জেল হাজতে প্রেরণ করে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন

 

👁️ 12 News Views