নিজস্ব প্রতিবেদক ঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রশান্ত কুমার (পিকে) হালদার ভারতে গ্রেফতার হওয়ার বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। তবে জানামাত্র তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণসভা ও আলোকচিত্র গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. মোমেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে।
তিনি আরও বলেন, নামে-বেনামে দেশ থেকে অনেকে টাকা পাচার করছে। তারা (পাচারকারীরা) দেশের শত্রু। তাদের ধরে আনা হবে।

👁️ 5 News Views
