কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) গতকাল মঙ্গলবার ৩১ মে, রাত্র ১০ টার সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন নয়াবাটি হাজী শরীয়াতউল্লাহ স্কুল ক্রস রোডস্থ পাঠার ব্রিজ সংলগ্ন জনৈক বাবুলের ফার্ণিচার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ মুনছুর আলী সরদার (৩৫), পিতা-মৃত: দ্বীন মোহম্মদ সরদার, সাং-বড় আচড়া গেটপাড়া, থানা-বেনাপোল পোর্ট থানা, জেলা-যশোর’কে ১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং অপর একটি ঘটনায় গত ৩১ মে, রাত্র ৯ টা ২০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খুলনা টু যশোর বিশ্বরোডের পশ্চিম পার্শ্বে হোটেল আলিফ মামা এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল গাজী (৩০), পিতা-রফিকুল গাজী@নশু গাজী, সাং-টিপনা বালিয়াখালী, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা’কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
উল্লেখিত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে হরিণটানা ও খালিশপুর থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 16 News Views