দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

জাকির হোসেন হাওলাদার, (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই পরিবারের তিনটি খড়ের গাদা (কুটার কুড়) পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শ্যামল সাহা ও রনজিৎ শীল। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামল সাহার একটি ও রনজিৎ শীলের দুটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়।

বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় পাশের গোয়ালঘর ও সেখানে থাকা চারটি গরু রক্ষা পায়।


বিজ্ঞাপন

ঘটনার পর পরই উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব মোঃ মতিউর রহমান দিপু, যুগ্ম আহ্বায়কসহ পাঙ্গাশিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক ফেরদাউস আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *