রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল।


বিজ্ঞাপন

শনিবার (৩১জানুয়ারি ) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, তারাবো পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা বশির আহমেদ রমজান, মো: রাজু মো. আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *