ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোগান্তি কমাতে মধ্যরাতেই মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ১৫ অক্টোবর, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ছিল ঢাকায়। ফলে বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন ঢাকার বাসিন্দারা। সেই জলাবদ্ধতা নিরসনে এবং ড্রেনে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে মধ্যরাতেই মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা।

রাজধানীর মিরপুর এলাকায় গভীর রাতে জলাবদ্ধতা নিরসনের কাজে অংশ নেওয়া পরিচ্ছন্নতা পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনে ময়লা আটকে পানি প্রবাহ ঠিকমতো হচ্ছিল না।

এই অবস্থায় ডিএনসিসি থেকে সব আঞ্চলিক কার্যালয়ে নির্দেশনা আসে, আমরা সবাই যেন মাঠে থেকে জলাবদ্ধতা নিরসনে কাজ করি। এরপর আমরা কাজ শুরু করি।

রাতে হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে অনেক স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। ডিএনসিসির কয়েকটি টিম গাড়ি নিয়ে সেসব গাছ সড়ক থেকে অপসারণ করে।


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *