বিজয়নগরে ৩২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুটকিসহ ট্রাক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ  অভিযান চালিয়ে  ৩২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুটকিসহ একটি ট্রাক আটক করছে বিজিবি।


বিজ্ঞাপন

রোববার রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে  ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে  একটি ট্রাকে তল্লাশি করে ৩২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুটকি আটক করে। আটক হওয়া ওই সব চিংড়ি শুটকি ও ট্রাকের সিজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল জাব্বার। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর , বিজিবির আরেকটি অভিযানে চশমা, আতশবাজি, তারাবাতি মাদকসহ ৬১ লক্ষ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।


বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত হতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *