
মোঃ আকাশ উজ্জামান শেখ, (রামপাল) : বাগেরহাট রামপালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ২৯ অক্টোবর, সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বিকেবি রামপাল শাখার ব্যবস্থাপক নিপন হালদার এর সভাপতিত্ব ও সিনিয়র অফিসার অমিত কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিকেবি খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী , বিকেবি বাগেরহাট জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম খান।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ তাহিদুল ইসলাম,

এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান , সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ, সাংবাদিক মো: নূরুজ্জামান শেখ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি খাতে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ গ্রহীতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে কৃষিখাতে প্রান্তিক কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংকের কার্যক্রম বিষয় আলোচনা করেন ঋণ গ্রহীতাদের উদ্দেশ্য উক্ত অর্থের যথাযথ ব্যাবহারের জন্য অনুরোধ জানান , কৃষি ব্যাংক সব সময় কৃষি এবং কৃষকদের কথা ভাবে
তাই কৃষকদের ও উচিত প্রতিষ্ঠানকে টিকিয়া রাখা সেজন্য সকলকে কৃষি ব্যাংকে লেনদের প্রতি আহ্বান জানান এবং ঋণের অর্থ যথা সময়ে পরিশোধের জন্য আহ্বান জানান
অনুষ্ঠানের শেষে সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮৫ লক্ষ টাকা কৃষি ঋণ প্রদান করা হয়
