চট্টগ্রামে ভূমিধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম) : পাহাড় মানুষ নগর সহঅবস্থানে নিরাপদ জানমাল রক্ষায় বাস্তবতায় ভূমিধ্বস ঝুঁকি, ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবস্থাপনায়(চসিক,সিডিএ’ সহ অন্যান্য সংশ্লিষ্ট) দপ্তরের পূর্বাভাসমূলক কর্মপরিকল্পনা”র বৈধকরণ কর্মশালা”সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

১৪ ডিসেম্বর (রবিবার) নগরীর হোটেল পেনিনসুলায় ভূমিধসে আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা উন্মুক্ত মতামতে আলোচনায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন, সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নুরুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, সনাকের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার।


বিজ্ঞাপন

উন্মুক্ত আলোচনায় পাহাড় মানুষ নগর সহঅবস্থানে বাস্তবতায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান দুর্যোগের পূর্বে কার্যকর প্রতিরোধে শক্তিশালী ভূমিকায় সহায়তা করে বলে মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে উপস্থাপন করেন ইপসার পরিচালক নাছিম বানু,শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ফাতিমা মেহেরুন্নেছা তানি।

ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম এর সঞ্চালনায় এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার ( মনিটরিং এণ্ড রিচার্স) মোরশেদ হাসান মোল্লা ও প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার আলম।

এছাড়াও অতিথি ছিলেন, কৃষি অতিরিক্ত পরিচালক রঘুবাথ রাহা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর, জেলা মৎস কর্মকর্তা সালমা আক্তার,  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ,  অধ্যক্ষ এস এম এহসানুল উদ্দিন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,  প্রধান শিক্ষক সৌম্য ব্যানার্জি, দৈনিক খবরের কাগজের বুর‍্যেচীফ ইফতেখার উদ্দিন, মোহাম্মদ মাসুদ, ইপসার ম্যানেজার সানজিদা আক্তার প্রমুখ।

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান এর উপর মতামত ব্যাক্ত করেন।  “এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” কে সিটি কর্পোরেশন এর বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (ADP)-তে অন্তর্ভুক্ত করে শক্তিশালী, প্রশিক্ষিত ও সক্রিয় কার্যক্রমে পাহাড়ধস প্রবণ এলাকাকে ঝুঁকিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করার উপর প্রস্তাবনা পেশ করেন।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *